অবশেষে বাবার কোলে করে বাড়ি ফিরেছে সেই শি’শু। গত বৃহস্পতিবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মে’য়েকে নিয়ে গেছেন প্রদীপ বিশ্বাস। এ সময় উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন। জানা যায় ।
দিনাজপুরের পার্বতীপুরের রঘুনাথপুর বানিয়াপাড়ার প্রদীপ ও পল্লবী দম্প’তির দুটি মে’য়ে আছে। তাঁদের আশা ছিল, তৃতীয় স’ন্তান ছেলে হবে। কিন্তু বুধবার রাতে বদরগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও মে’য়েস’ন্তানের জ’ন্ম দেন পল্লবী। একপর্যায়ে তিনি ও তাঁর স্বা’মী মে’য়েকে ফে’লে পা’লি’য়ে যান।
শেষে শি’শুটিকে উ”দ্ধা’র করে নিজ
বাড়িতে নিয়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী জোবেদা বেগম।
এ নিয়ে পরদিন বৃহস্পতিবার কালের কণ্ঠে ‘মে’য়ে হওয়ায় ফে’লে গে’লেন মা-বাবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। অন্যদিকে আ’ইনি জ’টিলতায় পড়ার আ’শ”ঙ্কায় সেদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মে’য়েকে ফেরত নেওয়ার চে’ষ্টা করেন প্রদীপ। এ অবস্থায় কর্তৃপক্ষ শি’শুটিকে ‘উ”দ্ধা’র’ করে বাবার কোলে তুলে দেন।
পরে মে’য়েকে নিয়ে বাড়ি যান প্রদীপ। গতকাল শুক্রবার মোবাইল ফোনে শি’শুটির দাদি আরতী রানী বলেন, ‘অ’ভাবের কারণে বাচ্চাটাকে অন্যের কাছে দিতে চেয়েছিল। এটা আমার ছেলের ভু’ল ছিল। এখন শি’শুটি সুস্থ ও স্বাভাবিক আছে। ক”ষ্ট হলেও আমরা ওকে বড় করে তুলব।’