ঢাকা টেস্টে নতুন ভেন্যু, নতুন উইকেট। তাই আবারও নতুন করে শুরু করার লক্ষ্য বোনারের। সাকিব আল হাসানের না থাকাকে বাংলাদেশের জন্য ক্ষ’তি হিসেবে দেখছেন এই ক্যারিবিয়ান। তবে মাঠে কোনো ছাড় না দেয়ার কথাও বলেছেন তিনি।
চট্টগ্রাম টেস্টে টাইগারদের স্বপ্নভঙ্গের মূ’ল কারিগর যদি হন কাইল মেয়ার্স, তবে তার ডান হাত হয়ে আড়ালে ছিল একটা নাম এনক্রোমা বোনার। অভিষেক টেস্টে সেঞ্চু’রি না পেলেও খেলেছেন ৮৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস।
দল অবিশ্বাস্য এক জয় নিয়ে ফিরেছে ঢাকায়। তবে মিরপুরের উইকেটটা নিশ্চয় মিলবে না চট্টলার স’ঙ্গে তা ভালো করে জানে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যন এনক্রুমা বোনার, ‘প্রথম ম্যাচে জয়টা স্বস্তির। তবে এটা নতুন একটা ম্যাচ। নতুন গ্রাউন্ড, উইকেটও নতুন। আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। দেশে আমাদের সমর্থকরা সিরিজটার দিকে তাকিয়ে আছে। আমরা তাদের হতাশ করতে চাই না।’
চট্টগ্রামে শেষ দিনে উইকে’টে যখন উইন্ডিজের জয়ের ফরমান লিখছিলেন মেয়ার্স-বোনার জুটি, তখন একটা ব্রেক থ্রু’র জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলো স্বাগতিকরা। ইনজুরিতে পড়ে সাকিব মাঠ না ছাড়লে হয়তো গল্পটা হতে পারতো ভিন্ন। সেটা বোঝেন সদ্য টেস্ট ক্যারিয়ারের খাতা খোলা এই ক্যারিবিয়ান। ঢাকা টেস্টের আগে সেই ক্ষ’তটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বোনার।
এনক্রুমা বোনার বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বমানের। তার অনুপুস্থিতি বাংলাদেশকে নিশ্চয় কিছুটা ভোগাবে। তবে আমাদের সেটা নিয়ে ভাবলে চলবে না। তাদের দলে আরও অনেক মানসম্মত অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারাও চাইবে ঘুরে দাঁড়াতে। অনুশীলনে ক’ঠোর পরিশ্রম চা’লিয়ে যেতে হবে আমাদের।’
প্রথম ম্যাচের অনবদ্য ব্যাটিং আত্মবিশ্বাস যোগাবে, তবে আত্মতুষ্টিতে ভাসতে চান না বোনার। তিনি বলেন, ‘অভিষেকে এমন ইনিংস খেলতে পারাটা সৌভাগ্যের। তবে নতুন করে প্রতিটা ম্যাচ শুরু করতে চাই। সেই লক্ষ্যেই কাজ করছি আমি।’
সিরিজের ২য় ও শেষ টেস্টের আগে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন উইন্ডিজ ক্রিকেটাররা