চট্টগ্রামে ফের আলোচনায় এসেছেন লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমি। বাসায় গিয়ে এক তরুণীকে মা’রধরের ঘ’টনায় গত বছরের ২৮ আগস্ট গ্রে’ফতার হয়েছিলেন তিনি।
এর ছয় মাস পেরোতেই আবারো একই ঘ’টনার স’ঙ্গে জড়িয়ে পড়েন আলোচিত এই লেডি গ্যাং লিডার। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, নগরীর পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি।
ওই তরুণী মাফ চাইলেও বেশ উ’ত্তেজিত দেখা গেছে লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে স’ঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থা’প্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।
ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’। অ’ভিযুক্ত সিমি নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মে’য়ে।
এদিকে, এ ঘ’টনায় তাৎক্ষণিকভাবে ভু’ক্তভোগী তরুণীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই তরুণীও ছু’রিকাঘাতে মা’রার হু’মকি দিয়েছিলেন বলে ভিডিওতে দাবি করেন সিমি।
এ বি’ষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, এ ঘ’টনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। তবে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি আগের কি-না, কিংবা এর স’ঙ্গে কারা জ’ড়িত; সম্পূর্ণ বি’ষয়টি ত’দন্ত করে দেখা হচ্ছে।
একফোটা দু’ধ খাওয়ার জন্য মৃ’ত মায়ের পাশে অবুঝ শি’শুর আর্তনাদ
মাকে ডাকছে অবুঝ শি’শু। কিন্তু স’ন্তানের ডাকে সাড়া নেই মায়ের। মা যখন সাড়া দিচ্ছে না তখন অবুঝ শি’শু নিজেই চেষ্টা করছে মায়ের বুকের দু’ধ পানের। এরপরেও সাড়া দিচ্ছে না মা। কারণ ওই অবুঝ স’ন্তানটি জানে না তার মা মা’রা গেছে।
এমনই ম’র্মান্তিক দৃশ্যের দেখা মিলেছে ভারতেরমধ্যপ্রদেশে। দেখা যায়, এক মায়ের নিথর দে’হ পড়ে রয়েছে রেললাইনের পাশে। তার পাশে বসে মায়ের বুকের দু’ধ পানের চেষ্টা করছে ১৭ মাস ব’য়সী অবুঝ স’ন্তান।
মনু বালমিকি নামে এক প্রতক্ষ্য’দর্শী জানান, আমরা যখন দূর থেকে ওই না’রীর ম’রদে’হ দেখতে পাই তখন আমরা পু’লিশকে খবর দেই। কিন্তু আমরা যখন ওই শি’শুকে দেখতে পাইতখন আমাদের সবার চোখে পানি এসে গিয়েছে। কারণ বাচ্চাটি তার মৃ’ত মায়ের বুকের দু’ধ পানের চেষ্টা করছিল।
নন্দ রাম নামে স্থানীয় রেলওয়ের এক পু’লিশ কর্মকর্তা বলেন, বাচ্চাটি মায়ের মুখ থেকে আওয়াজ শোনার জন্য কাঁদছিল। বাচ্চাটি মাকে জড়িয়ে দু’ধ পানের চেষ্টা করছিতিনি আরও বলেন, আমরা ঘ’টনাটি দেখে খুব ক’ষ্ট পেয়েছিলাম। এটি খুব ক’ষ্টকর। আমরা এই ধরনের ঘ’টনা আগে কখনও দেখিনি।
তিনি জানান, ওই না’রীর মর’দে’হ ম’য়নাতদ’ন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ‘ময়নাত’দন্ত শেষে তার মৃ’ত্যুর আসল কারণ জানা যাবে।মৃ’তনা’রীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চা’লানো হচ্ছে এবং ওই বাচ্চাটিকে নিকটস্থ হাসপাতালে চি’কিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।